হে একাকীত্ব তুমি আমার জীবনে আসা নিস্তব্ধ ঝড়ের মত।
জীবনের হিসেবের খাতাটা উল্টে দিয়ে করলে কী না কত।
জীবনটা যেন হয়ে গেছে খোলা আকাশের নীচে থাকা গুপ্তচরের ন্যায়
খবরের খোঁজে রহস্যের সন্ধানে সব বাঁধা পেরিয়ে চলতে হয়।
একের পর এক বসন্ত চলে গেল যে যার আপন তালে
কোনটা বা মৃদু, আবার কোনটা তীব্র ছন্দে,
সময়ের মাপা জালে।
জীবনের একাকীত্ব যেন শব্দভেদী বান
কাউকে আঘাত করে সময়ের আগে,আবার কাউকে পশ্চাতে।
তোমার জন্য একলা হয়ে বসে রয়েছি।
জানিনা কখন - কোথায়,
শুধু নেই এখন সম্পর্কের মাঝে কোনো টানাপোড়েন।
বৃষ্টিভেজা জানালার শেকল গুলি জোগান দেয়-
এক নতুন জগতের স্পর্শ,
আমি যেন আমার মত বসে আছি, একাকীত্বে ঘেরা স্তব্ধ।
অসীমের আলোতে খুঁজছি সম্পর্ককে,
হয়তো এটা বৃথা চেষ্টা,
কিন্তু সম্পর্কের দৌড়ে জীবনের আলোকে না পাওয়া গেলে,
তাকে কী বলব একাকীত্বের তেষ্টা।
অন্তরের গড়লে দগ্ধ হৃদয়-কিছু নতুনত্ব চায়,
একাকীত্বর থাবা বসেছে হৃদয়ে,
কী আর বলবে হায়।
জীবনযুদ্ধে একা আমি, পারবো কী শেষ পর্যন্ত ?
জীবনের ইতিহাসে লেখা আমার একাকীত্ব,
রয়ে যাবে কী একা অন্তত ?
আমার নিস্তব্ধ ভরা জীবনে রাতের চন্দ্রিমা মোর একমাত্র সঙ্গী,
কারণ-
চাঁদের স্নিগ্ধ জ্যোতির আভা মুছে দেয় একাকীত্বের লাভা,
দিন নয় - রাত নয় সবকিছু নির্ঝর রূপে গাঁথা।