তোমার সন্ধানে দিনরাত এক করে খুজেছি বহুদূর
জানিনা কোথায় মোর হৃদয়ের গহীন হতে কতদূর।
তুমি যে রয়েছ বহু দূরে-
এর সন্ধান কী কেউ দিতে পারবে।
সম্পর্কের টানাপরেনের মধ্যে কোথায় যেন দেখছি জ্বলছে মশাল
তা সত্বেও মোদের দুরত্বর ফাটল বেড়ে চলেছে বিশাল
এককালে তুমি যেন আলোর শিখা হয়ে জ্বলজ্বল করেছিলে আমাতে
এখন তোমার অভাবে নিষ্প্রভ লাগছে মোর জীবন।
আমার নিস্তব্ধ জীবনে তুমি যেন হয়েছিলে বহ্নিশিখা
এখন যাযাবরের মতো জীবনযাপন,
হয়ে উঠেছে যেন ভারী অদ্ভুত।
আমার অবাঞ্চিত জীবনে তুমি শুকতারার মতো জ্বলে উঠেছিলে।
তোমার কাজলের মতো নয়ন দুটি যেন ঝলমল করছে।
দূরত্বটা শুধু নিছক কল্পনা নয়,
এটা যেন ঝরাপাতার মতো জীবনের আঙিনায় মিলনের অসীম প্রতীক্ষায় প্রতীক্ষারত।
আমার একটা প্রশ্ন?
কেনই বা আমার জীবনে এসেছিলে,
কেনই বা দীপশিখা জ্বালিয়ে আমার জীবন থেকে ওধাও হয়েছিলে।
এখন জীবনটা যেন শুকনো পাতার ন্যায় চুপসে গেছে।
যৌবনের স্তম্ভকে ভেঙে এখন বৃদ্ধ জড়তার মুখে,
আমার জীবনে দূরত্বর আঙিনায় সর্বদা থেকো সুখে।