তুমি শশী কামিনী
আমি হে রবি
প্রথিতযশা হলো যে আমার
তোমারি প্রতিচ্ছবি
ওগো তোমারি দৃষ্টি সখী
নতুন পরশে মাতি।
তুমি ভরা সজল আঁখি
নয়ন করিছে ছলছল
চাঁদনী রাতে তুমি আমি
গড়ব মিলনের সমন্বয়
সেই হেয়ালিপনায়
সময়ের সেই দিনক্ষণ।
তুমি ঐ পাড়ের দিগন্ত সেনানী
আমি এই পাড়ের সারথি
দিগদর্শন হবে যে কবে
মোদের সেই বেলাজুটি
ওগো তোমারি সেই নেত্রকোনায়
দিগন্তের অপার যে আকি।
অহরহ তোমারি সেই সুর
হৃদয়ে বেঁধেছে যে বাঁশী
তোমার সুরের সেই খুঁজে
অর্পন করিব হে সখী
আহা মোর এই যাবার বেলায়
তোমারি সুরে যে গাহি।
বেলা শেষের সাঁঝবেলাতে
আমারি কন্ঠে যে বিলাপ
তুমি সেই সাগরে ভাসিয়ে দিলে
নতুন দিকের যে প্রলাপ
ওগো তোমারি মাঝের সেই ক্ষণে
দিলাম-
জীবন মন্থনের সেই আলাপ।
জীবনের সেই প্রথম প্রেমে
তুমি ছিলে আশার আলো
নতুন দিশা হয়ে এলে তুমি
নতুন দিকের বেণু
ও তোমার দেখানো সেই দিগন্ত ছোঁয়া
নির্মল চিত্ত রেণু।
তুমি যে ছিলে মোর ভুবনের
শব্দ সমাহিত শক্তি
হৃদযের একূল ওকূল
দুকূল ভাসিয়ে কোথায় চলে গেলে
পুরনো দিকের চলনে
করব তোমাকে দিগদর্শনের সমীহা।