হে দলিত,
তোমরা সারাজীবন গোলামিই খেটে গেলে।
দিয়েছ সর্বস্ব,
উপরতলার লোকেরা তোমাদের ব্যবহার করছে।
কাজে লাগিয়েছে অনেক কিছু,
করছে অনবরত শোষণ
বেগার খাটা, দিনমজুরি
কমদাম দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে।
নিজেদের থেকে দূরে সরিয়ে অস্পৃশ্য বানিয়ে রেখেছে।
বোকা বানাচ্ছে তোমাদের সেই নামধারী আর্যরা।
ওরা যেন ভুলে গেছে।
ভুলেই গেছে তোমরাও এই ভুবনের বাসিন্দা।
ওরা ভূলে গেছে,
দলিতবাসী প্রথমে জয় করেছিল এ'দেশ।
যাদের আগমন হয়েছে প্রথম, তারাই এখন যেন অভিশাপ
অজ্ঞানতা, অশিক্ষা, দুরাচার তোমাতে হানছে আঘাত।
সহেছ অনেক কদাচার
আর না,
এখন গোলামির সূর্য অস্তমিত হবে
ওঠবে ন্যায়ের পূর্ণিমা।
এইবার বুঝিয়ে দিতে হবে ওদের
তোমরা কারা- বীর হে অনার্যরা
উন্মুক্ত কন্ঠে জ্বালাও স্বপ্নের মশাল।
বুঝাও বিভেদের বারুদ
চালাও একতার তরবারি
হাতে হাত ধরো,
থাকো এই ধরিত্রী মাতার বুক এটে
বুঝিয়ে দাও তোমাদের অধিকার
ধরিয়ে দাও তোমরা নহে দলিত, নহে অস্পৃশ্য
একমাত্র আর্যদের জাতিভেদ প্রথা -
করেছে তোমাদের কলঙ্কিত।
অনেক হয়েছে পদাঘাত,
পদদলিত হয়েছ তোমরা।
তোমাদের যে অধ্যাবসায়ে দেশের মাটি হয়েছে পূণ্য
একমাত্র সংঘবদ্ধ লড়াই কাজে দেবে এইবার;
তোমরা দলিতরাও এই সমাজের অগ্রগণ্য।