এই যে ছড়িয়ে পড়েছে অগ্নিস্ফুলিঙ্গ
বিস্তীর্ন পর্বতের গা বেয়ে
সারি সারি গাছপালা একের পর এক
দগ্ধ হচ্ছে তাহার তেজে।
কত জীবজন্তুই না দিয়েছে তাদের প্রাণ
কত বনস্পতিই না হারিয়েছে তাহার চাদোয়া
ঝরঝরা বৃক্ষরাও যে ছাই হয়ে পড়েছে তাহার বাষ্পে।
মরা চাঙরের মতো দাড়িয়ে রয়েছে শুধু।
হারিয়েছে তাহার পুষ্পরাজি
ঝরেছে তাহাদের অস্তিত্ব।
শুধু বাদ গিয়েছে সেই নিষ্পাপ আগাছারা
তারা কিন্তু ওদের দলে সামিল হয়নি।
ছোট্ট কায়া নিয়ে গগনচুম্বী আকাশে চেয়েছে।
তারা শুধু হাসছে-
     আর করছে উপহাস।
চুপি চুপি বসেছে
      আর দেখেছে সব কান্ড।
দেখেছে বৃহত্ দলের এই উপনিবেশ-
     নিমিষে মিশে যেতে
শুনেছে শাকাহারিদের আর্তনাদ
   সুচালো দাঁতে করত ভক্ষণ।
আগাছাদের এখন কোন ভয় নেই
    নেই যে তাদের কোন বাধা
তারা এখন পাবে নির্দিধায় সৌরসুধা;
পাবে বারির নির্মল ধারা
নিজেদের বিকশিত করতে পারবে
করবে নিজেদের উদযাপিত।
অপরদিকে শুধু জমকালো মরা চাঙরের মত দাড়িয়ে থাকবে-
   বৃহতের উপনিবেশে থাকা বৃক্ষরাজগুলি।