আমরা মুক্ত গগনের পথিক
পৃথিবীর আলো ফোটা মাত্রই চারিদিকে দেখি শুধু সন্দিগ্ধতা,
আমরা যে যার মতো চলেছিলাম মোদের জীবনে
কিন্তু কে যানে পরমুহূর্তে-
আমাদের বদ্ধ খাচার জীব হয়ে থাকতে হবে
আমাদের খোলা জীবন এভাবে স্তব্ধ হয়ে যাবে
মানুষ নামধারী জীব মোদের রাখতে চায় পরাধীনতার শৃঙ্খলে
জর্জরিত করে বদ্ধ করতে চায় মোদের প্রাণ।
এরা কী সত্যিই মানুষ,
এদের মধ্যে আছে কী মনুষ্যত্ববোধ ?
তাই বলছি কতদিন বদ্ধ খচার জীব হয়ে থাকবো মোরা
অন্যায়ের কারাগারে দাসত্বের জাল বুনবো মোরা।
আসবে একদিন মোদের সময়
এই জবাবে বাধব তাদের
কারণ কাল আমাদের ছুটি।
আমাদের কষ্ট যন্ত্রণাকে এরা মনে করে মনোরঞ্জন
পরাধীনতার জ্বালায় তুষ্ট মোরা-
এটা ছিল না মোদের প্রাপ্য।
মোদের স্বাভাবিক জীবনকে যারা করে তুলেছে বিভীষিকময় ভীতি
একদিন সময়ই বুঝিয়ে দেবে তাদের ধর্ম, তাদের নীতি।
মোদের স্বাভাবিক জীবনের ছন্দ মোরা কী ফিরে পাব ?
কে বলবে যে কী হবে মোদের সম্ভাব্য কালে।
সময়ের হাত ধরে তাই আমরা পেয়েছি আমাদের পরিণতি।
নিয়তিই যেন ঠিক করে রেখেছে মোদের স্বাভাবিকতা
মেলব মোরা স্বপ্নর উড়ান
একদিন তোমাদের দেব সেই জবাব
কারণ কাল আমাদের ছুটি।
অসংখ্য পথ পারি দিয়ে মোরা যেন আজ-
নিজেদের অস্তিত্বের ঠিকানায় পৌছে গেছি।
কে কী করবে, কীভাবেই তা হবে,
তার উত্তর আমরা খুজে পেয়েছি।
যারা আমাদের জড় পদার্থে পরিণত করতে চায়,
তাদের হবে চির পতন।
কিন্তু আমরা সত্যিই কী পারব সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।
আমাদের সংঘবদ্ধ প্রয়াশই করে দেবে মোদের উত্তরণ
জীবনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে পেতে,
মোদের লড়াই করতে হবে একত্রক্ষণ।
তাই বলছি আজ আমাদের বদ্ধ দোয়ারের গোলাম হয়ে থাকতে দাও
কারণ, কাল আমাদের ছুটি।