সেই দিনকার মনোরম আকাশে হঠাত কালোমেঘ আসল ঘনিয়ে,
এ যেন ফোটা নয় হাজার হাজার বিন্দু পরল ঝমঝমিয়ে
তুমি কোথাও শান্ত, আবার কোথাও কালবৈশাখি ঝড়ের স্রোত
সেই দিনে আমি আর তুমি ছিলাম খোলা আকাশের দূত ।
নানা দেশে তোমার নানা নাম, নানা পরিচিতি
তুমি যখন তোমার রৌদ্ররূপ ধারণ কর তখন মনে আসে ভীতি
আবাসন থেকে ফেরার পথে মনে পরে সেই বৃষ্টিভেজা সকাল,
তুমি যখন তোমার অসংখ্য ফোটার আকারে পর তখন পৌছুতে হয়ে যায় বিকেল
তুমি কোথাও সৃষ্টি কর বন্যা আবার কোথাও গভীর জলের স্রোত
তোমার যে নানা রূপ, বৈশাখ মাসে দেখা যায় তোমার ক্রোধ।
|
জৈষ্ঠ মাসের গরমে সৃষ্টি হয় বেসামাল দাবদাহ
শ্রাবণ মাসের আগমনে তুমি সৃষ্টি কর নতুন প্রবাহ ।
ভাদ্র মাসের প্রখরতায় জীবন গোলযোগ লাগে
বৃষ্টি ভেজা শ্রাবণ মাসে যেন মধুময় জাগে।
তোমার আগমন কোথাও হয় দেরিতে, কোথাও দ্রুত
বারির ধারায় মনোরম দিনগুলি কোথাও লাগে স্ফূর্ত
বাঙালির চেনা পরিচিত মাসে তুমি আস নতুন রূপ নিয়ে,
সময়ের গতিকে তুমি হার মানাও নিজের গতি দিয়ে
হারানো সেই স্বপ্নের দিন যেন নিজের চিত্তে রয়ে গেছে
দিনের পর দিন অপেক্ষায় থাকতাম কবে আসবে তুমি নতুন হুঙ্কার নিয়ে ।
|
তোমার সন্ধানে কাটিয়েছি সময়,ঋতুর পর ঋতু ,
তোমার আগমনে যারা সারা দেয়না,তারা হচ্ছে ভিতু
বৃষ্টিবিহীন উৎসব!লাগে যেন ভারী অদ্ভুত ,
ছবি হয়ে রয়েছো তুমি, মৌসুমী বায়ু তোমার সিন্দুক
জমে থাকা সেই মুহুর্তগুলো তোমার আগমনে পেয়েছে নতুন দিক ।
তুমি আর আমি মিলেমিশে তৈরী করেছি নতুন স্বপ্নের ভিত ,
বয়সের ধাপ পেরিয়ে তোমার আগমন যেন এখন আর দেয়না সারা
কি করব এখন ভেবে পাচ্ছিনা তোমাকে ছাড়া
কত রাত যে একা কাটিয়েছি সময় তোমার সঙ্গী হয়ে,
এখন যেন অবাঞ্চিত লাগে তোমার শব্দ, নতুন সঙ্গী পেয়ে ।