চলো রে সবাই এগিয়ে চলো
যাত্রী হয়ে সঙ্গে চলো
গরুর পাল আর যাত্রীদের ঠেলা
     দুপুর পরেছে এবার যাবার পালা
হাতা, খুন্তি আর ডেগচি
    এক যে এক বড়ো রাঁধুনী-
                   আর প্রয়োজন কী
যাত্রার পথে বসেছে গানের আসর
     সুরের পর সুর তুলে দিচ্ছে চমক।
অনেক কষ্টে দিনদুপুরে সবার চলেনা
একটু দূরে গন্তব্যস্থল
         এই অভিজ্ঞটা যেন ভুলা যায়না।
ভ্রমনস্থলে পৌঁছে জিনিস লামাবার পালা
মনোরম সুন্দর জায়গাটি-
           যেন প্রকৃতির খেলা।
রান্না সবে শুরু হল
             একটু হলুদ মশলা
ভোজন পাতে পরবে ডাল
               তাতে দিবে তরকা।
খাবার গন্ধে দূর হতে সবাই আসছে তেড়ে।
রকমারি সব সুগন্ধি তরকারি
                   দিবে একটু পরে।
সাথে আছে মন্ডা মিঠাই
                  আর একহাড়ি দহী।
সবাই বসেছে সারি সারি
              খাবার দেবার পালা,
আর কী ?
ভোজন শেষে বাড়ি ফেরত সবার গোছার ঠাই।
সবার একরাশ ভালবাসা নিয়ে
             এই যাত্রা যেন ভুলাবার নাই।