কে আসবে পুণ্য রাতে?
কনের গলে পড়াবে মালা
ছিন্ন মুকুল সাজাবে বকুল
নূপুর রুপোয় ঢালা।
কারা আসবে কনেকে তুলতে?
সাতপাকে ঘুরে ঘুরে
পানপাতা সরিয়ে কনের লজ্জাচক্ষু
বরের নয়নের সাথে একত্র করতে।
কারা আসবে?
কারা আসবে বিয়ের দিনে?
দুই হাতে পায়ে মেহেন্দি পড়িয়ে,
প্যান্ডেল সাজিয়ে কনেকে গুছিয়ে
আলোর রোশনাই ভরাতে।
কারা আসবে?
কারা আসবে বিয়ের রাতে?
টাল টাল অতিথিদের আপ্যায়ন করতে।
বাড়ির কোণে উনুন জ্বালিয়ে
শত শত মানুষের ভোজন বানাতে।
কারা আসবে?
কোন ছোকরারা আসবে সন্ধ্যা রাতে,
ক্যাটারিং করতে
লোগো লাগিয়ে জামার বোতামে
খাদ্য পরিবেশণ করতে।
কখনো মাছ, কখনো বা দুই পিস পেটি দিয়ে
গান্ডে পিন্ডে গেলাতে
কারা বারবার আসবে?
কে আসবে পুরোহিত হয় বিয়ের রাতে?
মন্ত্র জপ করতে
কে বলবে কনের পিতাকে?
কন্যা সম্প্রদান করতে।
গায়েত্রী মন্ত্র পাঠ করিয়ে
কনেকে সিদুর পড়াতে।
কে বলবে?
কে বা যাবে, কে বা আসবে,
বিয়ের রাতে কনেকে বলতে
দুচোখে জল ভরিয়ে বিদায় অশ্রু ঝরাতে।
যেই বা আসুক,
যেই বা দেখুক,
ক্ষতি কী?
আসবে যাবে দেখবে
জামাইয়ের কাজ জামাই করবে;
অন্যদিকে কনে বাপের বাড়ি ছাড়বে।