আমারি বিদায় হল তব জানি
সেদিন আকাশে ভরা মেঘ কাদে
তার বারি ধারায় ভাসিয়ে দিয়ে
পুরাকে করল গত
অশ্রুসজল বুক নিয়ে দিল বিদায়
দিল সাদর করতালি।
সেদিন আমার নতুন অভিসার ছিল
নবকে জানালাম স্বাগত।
বুকে যেন রয়ে গেছে একঝাক চাপা কষ্ট
অন্তরের জ্বালা হয়েছে ম্লান
নতুনের প্রতীক্ষায় হবে তা জানি
সেই দিনের অপেক্ষাটা আমি তা করি।
সেদিন আকাশে ছিল আমি জানি
নতুনের প্রভাতে ধরণী আবরণী
পুরাতনের আবছায়া পতন হবে আজ
নতুনের আবহে উদয়ে
তার জন্য অপেক্ষায় আমি
অপেক্ষায় আমি।
সেইদিন আকাশে তপনের প্রদাহ
ছিল নতুন রূপে,
ছিল নবরূপে
নতুনের প্রবেশে অপরূপ প্রবাহে
সেই সময়ের স্বাক্ষী ছিল যে সবাই
আমিও যে হয়েছি
পুরাতনের প্রস্থানে।
পুরাতনের বিদায়ে যখন মেঘ কাদে
আমি তখন কাদেনি
স্বার্থপর ভীরুর মত হয়ে থাকেনি চুপচাপ
শুধু জানিয়েছি নতুনকে অভ্যর্থনা
দিয়েছি মুখরাঙ্গা হাঁসি।
শুধুই একগাল হাঁসি।
সেদিনকার জল,বায়ু চলেছিল নতুন রঙে বয়ে
পাখিরা বসেছিল একঝাঁক সারি
পুরাতনের বিদায়ে নতুনের পদধূলিতে
সুরেলা কন্ঠে দিয়েছিল শুধুই মধুর বাণী
নতুনের যে আগমনী হয়ে গেছে
আমি তা জানি।