তালপাড়ার পুকুরে
বেলা হল দুপুরে
ও পাড়ার নিম'দা
নাচে ভারী মন্দা
নাকে দেয় নস্যি
করে দস্যুবৃত্তি
চলল আপন সাজে
লুঙি গেথে খাজে
বড়শি কাখে গোলা
হাতে নিল খোলা
তাতে করে উপোরে
দিল ঢিল সজোরে
বেটা ঝিমে ডাকে
বড়শি নড়ে পাকে
মাছ উপচে নড়ছে
মাছরাঙায় দৃষ্টি কেড়েছে
আয় মেহমান খেয়ে যা
দুটো মাছ নিয়ে যা।
টান দিয়ে ঘোরে
পড়ল বেটা তেড়ে।
বড়শি নিল কাকে
মাছ নিল ফাকে
বেটার বড় কোন্দল
হরেকরকম ক্রন্দন
দিল বেটা দমারদম
ভাগ্যে নেই কোনরকম।