ঝরো ঝরো হে অঝোর বর্ষা
প্লাবিত আমার হৃদয় কূলায়ে
মোর ভাবিত মনে অরূপ সঞ্চারী
হও সামান্য প্রভারী
ভাবনার অতীত অসীম পড়শি
নিশি যামিনী ভরায়ে।
জ্বলিছে এই ভূবন সংসার
তোমারি আসার তটে সাড়
আসবে তুমি নতুন সাজে
লালিত্য ফারা সময় বাহে
তোমারি যে আভরণী
নিশীথ শশী গড়ায়ে।
গগনেরি এই কালো মেঘে
ঢেকে গেছে তপনের ছবি
অন্তরের কোলাহল যেন কাতর বাঁশী
সান্দ্র পরখে নতুনের পিয়াসী
ভুবন মোহিনী তোমারি সমীপে
কৈলাস ভূধর সরায়ে।
দিক দিগন্তে আলোর ছটা
কোথা এল তাম্র ঘটা
শুষ্ক রুক্ষ অনুর্বর মৃত্তিকা-
পেল আশার আলো,
গগন স্তব্ধ, ভূমি মৌন,
বাজল বর্ষার শঙ্খ
এলো অশেষ ধারায়ে।
ভেজা রঙিন শিউলি দোপাটি
বৃষ্টির চাদর সুবাসে ত্রাহি
দীঘির সেই শালুক পদ্ম
নতুন পালের সাজে।
বর্ষার এই শীতল ধরা
ফেলছে নতুন সাড়া
নতুন সময় গাহে।