তপ্ত মরুভূমি, শান্ত পরিবেশ,শুষ্ক আবহাওয়া
চারদিকে শুধু দাবদাহ।
বৃহৎ মরুভূমির মাঝে হঠাৎ এক!
একদা বিস্ময়।
এ যেন জ্বলন্ত অগ্নিপিন্ডে-
মরুভূমির রাগ
সেই রাগের ছোঁয়া চারিদিকে ছড়িয়ে পরেছে।
এটা আর অন্য কিছু নয়
এটা বালুর ঝড়।
এটা মরুভূমির বুকে সৃষ্ট অজানা ধাঁধার মত।
রাশি রাশি অগণিত বালুকে নিয়ে যায়
এক জায়গা থেকে অন্যত্র।
সৃষ্টি করে বালিয়াড়ি
উচু নিচু সমতল মরুভূমি
হঠাৎ যেন ফুলে উঠে বালির পাহাড় হয়ে
এই বালির পাহাড়ে কত না জীব-
আশ্রয় করে নিয়েছে।
সারি সারি উট চলে বেদুইনদের মাঝে।
শান্ত আবহাওয়ায় বালুর ঝর তাদেরকে করে গ্রাস।
তখন এই বালিয়াড়িই একমাএ আশ্রয়স্থল;
মরুভূমির এই লীলা থেকে একমাএ বাচবার।
এর বিস্তার বেশী দূর নয়।
কিছুটা সময় অশান্ত করে তারপরে সবকিছু-
ঠিক আগের মত।
এ যেন খানিক ঝলকি মরুভূমিকে বোঝাবার
তাকে চেনবার।
মরুভূমি যেন ঠিক বুঝিয়ে দায় তার ভয়াবহতা।
আর এই বালিয়াড়িই সামনে এসে তার প্রমান ধরিয়ে দেয়।