ওরে ভাই শুনহ তুমি
হজ্জ করতে যাব আমি।
কাফেলায় সেজে নতুন খোঁজে
করব ওমরাহ
মক্কার সেই মায়াবী নগরে।
দূর হতে অনেক পার
লোহিত সাগর পারাপার।
সোনায় মোড়া সোনার নগরী
নবী মুহাম্মদের সেই জন্মভূমি
কাবা শরীফের চারিদিকে
স্বপ্নের প্রদক্ষিণ করব আমি।
সবাই পরিধেয় নতুন সাজে
প্রবেশ করল অঘোর মজে।
পরিবেশন হল একের পর এক
খেল সবাই খেজুর চারেক।
আত্মার সেই তৃপ্ত পানি
জমজম কূপের নাম চিনি।
ঘুরলাম সবাই সারি সারি বারেক
কাবা শরীফের পাশে সাতেক।
রোজা খুলে সবাই পাশে
ইফতারের দাওয়াত দিল সাথে
আরবের সেই পাক ভূমি
গর্বের সেই রসূলের নামি।
হেদায়েতের নগর দিলওয়ালা জনগণ
রকমারি পোশাক রকমারি সজন
স্বপ্নের জাগরণ স্পর্শ করেছে
নতুন খোঁজে স্বপ্ন মেতেছে।
আল্লাহ তালাহ পাক নগরী
হৃদয় ছোঁয়া স্পর্শভূমি।
আসব আবার ফিরে আমি
বারবার না হলেও একটিবার।
হয়তো কবুতরের সেই পাল হয়ে
হয়তো নিশীথের সেই অমর চাঁদ হয়ে
আবার হয়তো বা নৌকার সেই মাঝি হয়ে।
কিন্তু আমি আসবই।
নবীর হে উম্মত মোরা,
মোদের সেই গর্বের মক্কা।
শিহরন সমাহিত হজ্জের দিন
পালন করি সেই দিনখনটা।
নাউ ভাসিয়ে আসব ফিরে
বৃদ্ধ মাঝির নৌকায় চড়ে
আলোর সেই স্বপ্নর মক্কায় আসব আবার,
খোজব সেই নগরীর হৃদয় তন্বী
ফিরে ফিরে তাই।
যাব রে ভাই, দেখহ জনগণ,
নতুন খোঁজে আসব ফিরে
আসব হে মক্কায়।