টাঙ্গিপাড়ায় বাড়ি ঐ যে টিনু গোয়ালা
নাম তাহার বড় ভার, ছিল দুখানা ছানা।
দিনটা ছিল সবেকার,
                    গেল সেই হাঁটে
দেখল বেটা ক্ষুদে দুটো,
                    অলস গাঈটার পাশে।
রোগা-পাতলা গোপাল শাবক,
                    সাদা ফারেক মারা
ছুটছে বাছা চারিপাশে
                  ক্রেতার কপাল হারা।
বেটার হল গড়ের মাঠ,
                 বাছার দর শুনে
অনেক জোরসে করল দামাদামি
                গাঈটার ভাগ্য পুড়ে।
অনেক করে আসল বাছা,
                 ঘর আলো করে
অভাবের ঘরে নাহি আর কিছু
                  দুখান ছাড়ে
যেন মস্ত যমজখানা,
                ছোটটা বেশ চঞ্চল
দুটোর নাছোড়বান্দামি দেখে গোয়ালার
               চড়কগাছে পটর।
দিল বেটা আদর করে দুখান নাম
সুতী-আরতি ডাকল সবে,
                      যেন নামল আঁধার।
ছিল বেটার সারের গোলা
                 গোয়াল ঘরের পাশে
ক্ষিদের তেষ্টায় ডোবাল মুখ
                  জোড়া একসাথে।
বাড়ি ফেরত গর্জে বেটা,
                  তাহাদের নাম ধরে
নিথর দেহ তাহার সাথে
                  দেখে গোয়ালা থমকে।
গেল সর্বস্ব তার জীবনে একা দুইখানা
   বাজার থেকে কিনে এনেছিল প্রাণ,
                              অর্থ দিয়ে কেনা।