এপারেতে ঘরগুলি সারি সারি ফাকা
         ওপারেতে ঘরগুলি সোনায় বাধানো আঁকা।
এপারেতে সবে ভোর নতুন রঙ্ নিয়ে
        ওপারেতে উঠেছে সূর্য নতুন আমেজ দিয়ে।
এপারেতে দুলছে তরী নতুন যাত্রী দিচ্ছে
        ওপারেতে খেয়া পারে নতুন সমাগম হচ্ছে।
এপারেতে বাজছে শঙ্ক্ষধ্বনী
           ওপারেতে বসেছে মেলা।
এপারেতে স্নিগ্ধ আকাশ
       ওপারেতে কাশফুলের খেলা।
এপারেতে শান্ত দিঘি বইছে হাওয়ার দোলে
     ওপারেতে ছোট্ট শিশু ঘুমিয়ে কোলে কোলে।
এপারেতে জলাশয়ে ফুটেছে নতুন পদ্ম
        ওপারেতে রক্তজবা দিচ্ছে নিজ গন্ধ।
এপারেতে গঙ্গাপাড়ে সবাই প্রতীক্ষা করছে।
       ওপারেতে পদ্মাপাড়ে থেকে নতুন ইলিশ আসছে।
এপারেতে সূর্যের কিরণ ছড়ায় একরাশ দীপ্তি
      ওপারেতে বৃষ্টিফেরত রামধনু দিচ্ছে একরাশ সৃষ্টি।
এপারেতে কুয়াশাঘেরা নতুন রাত্রি টাতে
        ওপারেতে পূর্ণিমার আভা আচ্ছন্ন করেছে যাতে।
এপারেতে শিশির ঘেরা পাতার ছাউনি
          দেয় প্রকৃতিকে স্পন্দন।
ওপারেতে বৃষ্টিভেজা গোধূলির আবহ
           জাগায় নতুনের বন্ধন।
এপারেতে দুর্গাপুজোর বাহার
                  দেয় একঝাক আনন্দ।
ওপারেতে রমজান মাসের রোজা
                  করে সবাইকে স্বাগত।
এপারেতে পৌষপার্বণ
                 ওপারেতে পিঠে পুলি
দুই দেশের মধ্যে সম্পর্ককে এঁকেছে
                যেন নতুন রঙের তুলি।
এপারেতে কুমোরপাড়ায়-
              বসেছে নতুন মেলা।
ওপারেতে কাটাতারের বেড়ায়    
        অপেক্ষা করছে একরাশ ঠেলা।
এপারেতে গঙ্গানদী
     ওপারেতে মিশেছে পদ্মা হয়ে।
এপার-ওপারের সম্পর্ককে গেথেছে-
             নতুন দিশা দিয়ে।