নিঃশ্বাসে, রন্ধ্রে-রন্ধ্রে তোমাকে খুঁজে পাই
জানিনা কোন জগতে ছড়িয়ে আছো,
এখন শুধু পরে রয়েছে তোমার অবয়ব।
কালের সমীপে এসে দাড়িয়েছ তুমি-
এখন মোদের মিলনে করব কালের মুহুর্তকে সঙ্গীন।
মোদের মিলনের চাহিদায় বিশ্ব- বসুন্ধরাকে করব রঙিন,
জানি এখন তুমি আমার কাছে নেই
কিন্তু তোমার অনুভূতি আমার হৃদয়ের আঙিনায় ঠাই নিয়েছে চিরতর।
নেই কোনো বিশ্বাস, নেই কোনো উদ্দ্যেশ-
কিন্তু একটা ক্ষণিকের চিন্তা গ্রাস করে রয়েছে মোর অন্তরে।
আমার অনুভূতির রাজ্যে তুমি ছায়া হয়ে থাকবে অনিবার্য ভাবে।
জানিনা কবে হবে মোদের পুনরায় মিলন,
সেই আশা নিয়ে তোমার অনুভূতির জগতে বিচরণ করছি অনবরত।
অনুভূতি আর শুধু অনুভূতি-
আমার মনোরাজ্যে রয়েছে শুধু তোমার অনুভূতি।
জাগ্রত মনে দেখি মোদের স্বপ্ন
এখন পরে রয়েছে শুধু মোদের ভূত।
জানি একদিন মোরা থাকব না
কিন্তু মোদের প্রেমের ছোয়ার অনুভূতিগুলি হয়ে থাকবে অপরূপ।
দিক থেকে দিগন্ত, কাল থেকে আজ-
সবকিছু যেন হয়ে রয়েছে চিরসাথী, চিরস্বাক্ষী।
অবিশ্বাস্য কিছু অপেক্ষা করে রয়েছে মোদের জন্য
যার প্রতিচ্ছবি মোদের অন্তরে পৌছে গেছে নতুন ভাবে
অনুভূতির রাজ্যে বসবাস মোদের-
নেই তো শুধু তুমি আমার কাছে।
নিষ্ঠার ভাষা রয়েছিল মোদের রাজ্যে
নেই শুধু তার প্রতিবিম্ব,
মোদের অনুভূতির ছোয়ায় গড়ব স্বপ্ন
হতে হবেনা আর অনুতপ্ত।
স্বপ্নর ছোয়ায় মোদের মিলনের আকাঙ্ক্ষা নজির গড়বে অনুরূপ
দেখবে সেদিন জগতবাসী মোদের প্রেমের বাণী প্রতিরূপ।