অন্তরালে থেকেও তুমি রয়েছ গোচরে
এক অন্তহীন সীমানার সেই পাড়ে।
ভেবে দেখিনি কবে থেকে হয়েছ তুমি পর
ওই সুদূর পাড়ে আমি রয়েছি একা চিরন্তন।
একা সময়ে যখন তুমি ছিলে আমার পাশাপাশি
এখন তুমি নেই তাই আমি হয়েছি সন্ন্যাসী।
কবে জানি কেটে গেল মোদের সেই দিন
তোমার অভাবে এখন সময় কাটছেনা প্রতিদিন।
সময়ের সাথে তুমি পাড়ি দিয়েছ দূর সুদূরের দেশে
এখন আমি ভেবে পাচ্ছিনা কোন জগতে মেশে।
ভোরের ঝাপসা আলোয় তুমি জ্বলে উঠ একরাশি
গোধূলির দিবা শেষে তোমার আবছায়া পড়ে যায় একাকী।
মনে পড়ে ঘোমটা দিয়ে ঢাকা সেই হাসিরাঙ্গা মুখ
অন্তরের মাঝে তুমি দিয়ে সেই হৃদয়ের সুখ।
হেসে খেলে আমরা যে কাটিয়েছি কত দিন
মুহুর্তের আলোয় ভোলা যাবে না সেই সুখের দিন।
কাল তুমি ছিলে, আজ তুমি নেই
তাই বলে কী ভূলে যাব হারানো সেই স্মৃতি।
দিন আসে আর চলে যায় ক্ষণিকের ঝটকায়
আমি তুমি ছিলাম সবে কালসীমানার এলাকায়।
অতীতের কাটানো সময়গুলো আজ হয়েছে পুরনো
স্মৃতি হয়ে জড়িয়ে আছে মনের সেই ভাবনাগুলো।
জগতের মাঝে তুমি আজ হয়েছ অন্তর্ধান
অন্তরাল করে দিয়েছে মোদের ব্যবধান।
স্বপ্নহীন মন নিয়ে বসে আছি আমি চুপটি
দূরেত্বর মাঝেও তুমি পাশে রয়েছ বৈকি।
বিশ্বাস নিয়ে আমরা গড়ে তুলেছিলাম যে সংসার
কিন্তু তুমি অবিশ্বাসী হয়ে চলে গেলে দূর সময়ের পাড়।
দিশাহীন অন্তরালে আর কাটছেনা আমার সময়
হৃদয়ের মাঝে ঠাই নিয়েছ তুমি যেন একটা ভ্রমর।