অগ্নিঝরা গ্রীষ্মকালে যারা মাটি চষে ,
মহাজনদের ঋণকে পরিশোধ করে তারা ন্যায়কে পোষে ।
সাধারন মানুষের মুখ চেয়ে যারা হয়নি পরিশ্রান্ত ,
শহরবাসীদের মুখে হাসি হয়নি তারা ক্লান্ত ।
গ্রীষ্ম,বর্ষা, দিন- দুপুর আর একটু স্বস্তি ,
শীর্ণ, জীর্ণ শরীর আর মুখে যেন সর্বদা হাসি।
অন্নদাতা হয়ে যারা মানুষের মুখে হাসি ফোটাত ,
নগরায়নের সাথে তাল মিলিয়ে তারা হয়নি ভারাক্রান্ত ।
ঝড়, বৃষ্টিকে অগ্রাহ্য করে যারা দেশকে গড়ায় ,
দিবারাত্রি পরিশ্রম করে সোনার ফসল ফলায় ।
অন্নদাতা হয়েও তারা কেন পায়না অন্ন ?
ভাগ্যের নির্মম পরিহাসে তারা আজ ছিন্ন-ছন্ন ।
জনসাধারণের মুখ চেয়ে যারা চষেছিল মাটি ,
জঠরের জ্বালায় ক্ষুধার তাড়নায় তারা দেয় ফাসি ।
জমিদার, মহাজনরা তাদেরকে করছে অনবরত শোষণ ,
সমাজের মুখ চেয়ে যারা করেনি অন্যায়কারীদের তোষণ ।
অভাবের তাড়নায় আজ তারা নেমেছে সড়ক রাস্তায়,
বিদ্রোহের বহ্নিশিখা হাতে নিয়ে রাতের পর রাত তারা কাটায় ।
হয়তো একদিন তারা দেখবে একটা নতুন সদর,
অন্নের খরায় যখন ধুকবে শহর তখন বুঝবে তাদের কদর ।