ভেবেছিলাম কাল বেরোব,
কিন্তু তোমার টানে চিত্ত যেন অন্যরুপ ধারণ করেছে
আর নিজের মনকে ধরে রাখতে পারলাম না।
হিসেবের খাতায় তোমার ঋণের বোঝা-
রয়েছে মোর জীবনের দর্পণে চাবিকাঠি হয়ে।
এক অদৃশ্য কিছু কাজ করছে মোতে
কী করব আর কী নাই বা করব,
কিছু বুঝতে পারছি না।
নিজের মনকে বারবার প্রশ্ন করি এর উত্তর কী?
সময়ও যেন তার জবাব দিয়ে দিয়েছে
মোর একা পথ চলা সবে কী
পথে ছিল অজস্র বাধা-
সঙ্গীহীন অবস্থায় আমার চলা সইবে কী ?
হিমেল বাতাস, গাছের পাতার মৃদু দোলানো,
সবকিছু যেন চিনিয়ে দিয়েছিল যে আমি একা নই।
একাকীত্বর মাঝে তোমার খোজে হৃদয়ের অভিযান,
জয়ী কী হব শেষ পর্যন্ত ?
সন্দিগ্ধ চোখে মনের আকাঙ্ক্ষায় জীবনের চাবি
তোমার অভাবে লাগছে শূন্যস্থল।
পথটা ছিল ভীষণ জটিলতায় ভরা,
কিন্তু তোমার স্মৃতিচারণে তা লাগছে ক্ষীণ সময়।
জানি যে পথ শেষে মোদের আর হবেনা মিলন
কিন্তু তোমার সাথে কাটানো সেই প্রহরগুলো রয়ে যাবে চিরন্তন।
তুমি আর আমি যেন হয়ে রয়েছি একমন-একপ্রান।
নতুনভাবে বেচে থাকার মাঝে-
তোমার সুর যেন মোর হৃদয়ের গান।
নতুনভাবে মোদের পথচলা,
থেকো নতুনভাবে।
জীবনের যুদ্ধে যেন জয়ী হতে পারি,
এই অশা নিয়ে চলেছি এক নতুনত্বের খোজে।
নতুন ভাবে নতুন জায়গায় আমি,
তোমার ছবি যেন অন্তরের সুধায় মিলেমিশে-
আমার পথে হয়ে রয়েছ অমর তুমি।