আজও আমি একা ভাবি
কী জানি একটা অজানা সুখ পাই
  না পারি কাউকে বলতে
না এটা দেয় শুনতে
শুধু অলখ্যে এক আগুনের জোয়ার আসে
  তার গরলে বুকটা দগ্ধ হয়
তার সাথে একটা শান্তির বারি ঝরে।
বুকের গহীনে অদ্ভুত তরঙ্গ খেলে যায়।
   বাইরের খোলসে এটা দেখা যায়না।
বহিঃপ্রকাশ করতে দেয় না।
  বিভাজিত একটা অনুভূতি।
অন্তরে অন্তরে পরিপাটি
চেতনার ধার ধারে না।
অবচেতন মনের ভিতরের বিষকে জুড়োয়।
এটা নয় সচেতন প্রাপ্তি,
   শুধু এক ঋনাত্মক তৃপ্তি।
জীবনে চলার পথে যে হোচট খেয়েছি
যে বিভ্রান্তির কন্টকে আমি বিদ্ধ হয়েছি
   তার সংক্ষিপ্ত রূপ নিয়েছে।
অবসাদে দুর্ভাবনায় জর্জরিত;
তবুও একটা উদ্ভাবনী শক্তি কড়া নাড়ে
মনের হীনমন্যতাকে দেয় বিরাম।
   অশেষ রূপ নিয়ে বয়ে যায়
   এক না দেখা সুখে।