পাহাড়ের গা ঘেষে উকি দিল সূর্য
দিনের গোনা শুরু হল বাকি সব গৌণ
পাপড়ির মুখ বেয়ে কে মধু খেয়ে যায়
মধু'র এই নির্যাসে কে চাক বানায়।
আমি যে বসে রয়েছি তোমারি অপেক্ষায়
আজকে তো সবই আছে তুমি শুধুই নাই।
,,,,,,
যে তাঁতি আজ তাঁত বুনে
কাপড়ের খাঁজে শুধু সুতোকে গোনে
সেই সূচে বিদ্ধ আমি
কাপড়ের পরশে যে তোমাকেই দেখি
পাই কেবলি যাতনা।
,,,,,,
যে কৃষক আজ মাঠ চাষে
লাঙলের ধারে ফসলকে গাঁথে
সেই ফসলের দায়টুকু খানি
আমায় দিয়ে চললে তুমি
কোন অদূরে।
,,,,,,
যে ফেরিওয়ালা কেবলি ডাকে
দায়িত্ব হাতে নিয়ে কাঁধে ভর চাপে
সেই দায়িত্ব তোমায় দিলাম
প্রতিজ্ঞার মাঝে আমি যে পেলাম
শুধুই ভর্ৎসনা।
,,,,,,
আজ আঁধারে শশীকে লাগছে যেন হেঁসে
ভরা মেঘের আড়ালে সে কেবলি কাদে
পূর্ণিমার হাত ধরে সে একা বসে
নিশীথের রাতে চেয়ে, চেয়ে ভাসে
সেই নিশীথে আমার হাত'দুটো তোমারি অপেক্ষায়
আজকে তো সবই আছে তুমি শুধুই নাই।
(গীতি কবিতা)