চলো! চলো! চলো!
শূন্য হৃদয়, উদ্ভাসিত মন দিচ্ছে ডাক,
একটা নতুন সময় মোদের জন্য অপেক্ষা করছে।
জানি এখন সব প্রতীক্ষার অবসান ঘটবে।
কারণ এখন মোদের আহ্বানে সাড়া দেবে সবাই।
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, দরিদ্র - স্থূল সবাইর জন্য এসেছে ডাক।
মোদের এই লাঞ্ছিত বসুন্ধরাকে করব নতুন রূপে রঙিন।
দেহের রক্তে ধরণীর দগ্ধ হৃদয়কে করব নিমজ্জিত।
সবকিছু  যেন ঠিকঠাক,
কিন্তু তবুও মোদের মনে রয়েছে একটা খটকা
মোরা যুবা, মোরা তরুণ,
নিষ্পাপ পৃথিবীর করুন বুকে মোরা কয়েকদিনের অতিথি।
জানি কাজটা সহজ নয়।
কিন্তু হাল ছাড়লে চলবেনা।
বিদীর্ণ ধরিত্রীর বুকে সোনার ফসল মোদেরই ফলাতে হবে।
ছিন্ন বসুন্ধরার হাঁসি মুখটি মোদেরই উজ্জ্বল করতে হবে।
তাই এসে গেছে ডাক,
মোদের আহ্বানে সাড়া দিয়ে সবাই গড়বো ইতিহাস।
সজীব পৃথিবীর সোনালি বুকে যারা জড়তার বীজ বপন করতে চায়,
        তাদের দেব উপযুক্ত জবাব।
সবশেষে, মোদের আশীর্বাদে করে যাব বসুন্ধরাকে নতুনের দিশারী।
এরপর হব নতুন পথের আহ্বানকারী।