পেটাও বন্ধু পেটাও
শান দিয়ে পেটাও
দুহাতে অস্থি নিয়ে গরম লোহা পেটাও
দেশের জঙ মাটিতে ঝরিয়ে সম্পদের লোহা পেটাও।
  ধরবে যন্ত্ররাজ বসবে চাকায়
গলিত ত্যাজ মূঢ় কলিজায়
ডুবিয়ে ডুবিয়ে বানাও।
শিল্পের কারিগর দোহাই তোমায়
চূর্ণ বিচূর্ণ করে গলিয়ে
নতুন রূপে কাঁধে নিয়ে
  অস্তিত্বের কালো মৃত্যু সরাও।
ধরা দাও বন্ধু,
একটিবার ধরা দাও;
তোমার বুকের পাথরকে ধার করে
  শিল্পের খরা নেভাও।
খাও শুধু কঠিন কাচের টুকরো।
না হিরা, না লোহা
কাউকে পায়না ভয়।
কালি মাখানো দুহাতে গড়ায় সভ্যতার ভর।
তোমার কর্ম চুইয়ে চুইয়ে পড়বে
     ফ্যান্সি দোকানে,
আসবে বড়লোকের আওতায়।
শুধু যাবে না রক্ত ঝরানো সেই জীবন্ত লাশের ঘরে।
তাকাবে না কষ্টের ঘামে ঝরানো বিজয়ের কথা
  বসবে না তাদের নাম।
শুধু বসবে ইমারতে বসানো সেই দত্তকদের নাম।
  একমাত্র আমিই ভুলতে পারিনি
ঠিকই মনে রেখেছি
দেখেছি তাদের। করেছি প্রণাম।
একা তাদের দুর্লভ চিত্তে
শুনিয়েছি তাদের জয়জয়কার।
তাকাও বন্ধু তাকাও;
ইস্পাতের ধার বোঝাই করে
একটিবার তাকাও।
ইস্পাতের তাবুকে পাশে রেখে
     নিজেদের অধিকার চাও।
আমি একা রয়েছি তাদের পাশে
শুধু অগ্রণী হতে তোমাদের হাতে
ধরিয়ে দিয়েছি অধিকার।
   বাকি সব মুছে যাক।