রাত পোহালে ধরা দিও ওগো আমার বন্ধু রে
তোমার কষ্টিপাথর বুকে এটে চাঁদের সীমা নাই রে।
রাত পোহালে চলোগো বন্ধু একসাথে সেই পাড়ে
ও তার রাতের জ্যোতি নেমে পড়বে সময়ের ঠিক নাই রে।
-----
তোমার সুরেতে ধরা দিয়েছি ওই আলোতে সখা
রাতের তারা খসল যখন নির্জন নদীর দেখা।
সে নদীতে একলা বসে
ওগো ,,,,, ,,,,, ,,,,,
নিয়েছি আমন্ত্রণ।
তোমায় দুহাত বুলিয়ে আমি বলব যে কখন।
-----
সেই রাতের নিশীথে,
তোমার একলা সমীপে
ভেসে গিয়েছে সুরের আলো, আঁধার রাতে যে
তরী একা দুলতে দুলতে
ওগো ,,,,, ,,,,, ,,,,,
করেছে আলিঙ্গন
সেই লহমায় চললে তুমি, কবে কোথায় কখন।
-----
ও,,,,,
রাত পোহালে বলে দিও ওগো আমার বন্ধু রে
তোমার ঠিকানা আমায় দিয়ে পাড়ি দিও অজান্তে।
রাত পোহালে জ্বালিয়ে দিও
সেই নদীর পাড়ে রে
আঁধার তরী হেলছে দুলে,
চলো চলে যাই রে।
(গীতি কবিতা)