হৃদয় মাঝেরে
       জাগ্রত নীরবে
অহমিকা রয়েছে মনে
নীরবতা যেন সঙ্গী হয়ে
  অন্তরের দর্পণকে করেছে দগ্ধ
হৃদয় বীণার মাঝেরে।
অন্তরে আজ ঠেকাই মাথা
  পড়ে রয়েছে একাকী
গোপনীয়তা দিয়েছে বাঁধা
  সোনায় বাঁধানো চিত্ত সনেতে
অচেতন হৃদয় দেয় সাজা
  অবুঝ সেই মনে রে।
বাস্তব বোধের চেতনা গেঁথে
  নিঃস্বহ আজ মনের বেড়াজালে
অচেতন বোঝা দেয় ব্যথা
  বোকা সেই অন্তর তন্বী
সমুদ্রের ঢেউ বাজে নারে।
নতুন খোঁজে হৃদয় নাচে
  ভাবের জোয়ারে উচ্ছ্বসিত হয়
কখনো নেই যে বিরতি
  অচেতন হৃদয়ের নেই যে সৌরভ
পরে রয়েছে তার অনেক খামতি।
সচেতন মনের চেতন ভৈরবে
  সর্বদা কোলাহল করে
চন্দ্রকিরণের ঢেউ খেলে যায়
  অচেতন দুনিয়ার একাকীত্ব প্রণয়ে।
হৃদয় শাখা দিয়েছে বাঁধা
  অচেতন অজানার অসহায় হাতে
নির্ভেজাল সেই যে স্বপ্ন
  ব্যাকুল স্বপন সমাহিতে।
জাগো হে অন্তর প্রাণ,
  নব যৌবনে হেসে
ভাঙবো অচেতন হৃদয়ের সেই কৃত্রিম দুর্গ
গড়বো সচেতন অন্তরের তরুণ মন্দির
  হৃদয় সংকুল সমীপে।
পরাণের ঢেউ উত্তোলিত হচ্ছে
   চায়না বেড়ি,অচেতন হৃদয়ের কাছে
নিশীথের যামিনী রইল স্বাক্ষী
   হৃদয়ের নিঝর দরিয়ায়।
যায় বলে যায়, আয় না একটিবার
মোর অন্তরের শূন্যতা
        পূরণ কর দ্বিধাপার
অচেতন হৃদয়ের জরাজীর্ণতা আর সাধে না আমার
  হৃদয় তরী ভাসাতে চাই
সচেতন মনের দয়াল সাগরে।
আর দেরী নয়,
সচেতন দুনিয়ার তরুন মন
  গাইব মিলেমিশে একত্রে তখন
অচেতন হৃদয়ের দরিয়া যখন মিশবে সাগরে।
ফুঁসছে জল দুলছে তরী
  অচেতন দরিয়ার বিভোর লহরে,
হাজার ক্লান্তির অমর শেষে
পৌছুব একদিন সচেতন মনের সেই গভীর অপারে।