হঠাৎ যে অচেনা সুরে বাজালো বাঁশি
রাশি রাশি জমজমাটি,
তাহারি পাশে সবুজ ঘাটি।
ওহে তাহার খোঁজে কাশবনেরি সেই দোলা
মনের যাতনা, সুখের দোটানা-
তুমি আমারি অচেনা প্রলাপ।
হঠাৎ,হঠাৎ পাওয়া সেই সুরে
বাজলো,বাজলো
মোর আসার বাঁশি
সেই খেয়া ঘাটে আমি গাহি
সোনার নদী বইছে পাশে
তুমি যে আমার অচেনা পথিক
ওগো তুমি যে আমার অচেনা পথিক।
আমার ডাকে তোমার সুরে
তুমি দেখেছিলে যত
অচেনা মনে আমি গেয়েছি
তোমার প্রতীক্ষায় তত।
তোমার ডাকে আমি যে কত ভেসেছি সখা
ওগো আমার বাহে তুমি মেলবে
এক অচেনা সুরের দেখা।
হঠাৎ সুরে তোমারি পাশে
ওগো সখা আমি যে কাছে
আশার আলো মিলবে যখন
তোমার হৃদয় পাবো কখন
ওগো দিবাদিনের মেলা
অচেনা বাঁশি গাইবে যতটা
সাতকাহনে মিলবে ততটা
নতুন দিনের খেলা।
(গীতি কবিতা)