দেখি সেদিন তোমায় আমি সেই ঘাটে
তুমি দেখলে,
দেখলে তুমি সেই সময়ের হাতছানিটা
  সঙ্গে রবে তোমার সেই অলেখা হাসি
সুদূরে বয়ে যাওয়ার মাঝে
  বোঝাপরার সেই মুহুর্তটা।
মনে পড়ে বৃষ্টিভেজা সেই দুপুর
তুমি চললে,
চললে তুমি আলতা মাখা সেই পায়ে
   দুটি পায়ে নূপুর চড়া সেই ক্ষণে
দুহাতে করলে ঘরকে দিশাময়
   সেই লগনের সেই হতে।
রইল একদিন আকাশভরা সেই আধারে
তুমি বললে,
বললে তুমি সাঝবেলার ঐ মনোঘাতে
    পড়ল মনে তোমার সেদিন সেই রাতে
দক্ষিনা হাওয়ার আলতো ছোঁয়ায়
    রাশি রাশি তারার মাঝে।
সেদিন ভোরে ঘন মেঘে তানপুরাটা
তুমি বাজালে,
বাজালে তুমি সুরের সেই আপন স্পর্শে
    মনের যতন ছড়িয়ে পড়ল সেই হাতে
আমি শুনলাম তোমার দেখা
    যখন তুমি আমায় বললে।
ছিল সেদিন ভরা শ্রাবনের সেই ভোরে
তুমি আসলে,
আসলে তুমি হৃদয় ভাঙা নয়ন নিয়ে
    তোমার আখি যেন ছলছল করছে
আমার এবার যাবার পালা
   তুমি ভাসালে আমারপানে অঝোর স্রোতে।
ছিলাম সেদিন নদীর পাড়ে দুহাতে
ঘন কুয়াশায়,
কুয়াশাঘেরা শিশির বিন্দু পড়ল টপে
     তুমি চাইলে মনের পরশে সেই ক্ষণে
বাজল বাঁশি আমার কাছে
     পূর্ণ শশীর আভা ঘেরা সেই রাতে।
ছিল সেদিন অমাবস্যার সেই নিশীথে
তুমি চাইলে,
চাইলে তুমি শান্ত নীড়ের সেই সুখটি
    আমার স্তবে পাওয়ার খোঁজে বললে তুমি
নতুন বাঁধন নেবার সনে
    সেই নিশীথের সাথী হয়ে।