শূন্য হৃদয় যেন সংশয় যুগ যুগের পিপাসা
তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে মেটেনি মোদের আশা।
গার্হস্থ হিংসায় জ্বলে পুড়ে মানুষ যখন ক্লান্ত;
কালের পর কাল অভিযান চালিয়েছি,মোরা হয়নি পরিশ্রান্ত।
সৃষ্টির রহস্যের ঘেরাটোপ টপকিয়ে আমরা চলেছি দুরন্ত
দূর গগনের পথ ধরে চলি মোরা হয়নি ক্লান্ত।
বীরেদের দেশে-বীরেদের ভূমিতে করি মোরা সত্যের জয়গান
স্থির চিত্তে, বীর দিপ্তে দেই মোরা জয়ের জোগান।
আমরা চালাই প্রতিনিয়ত অভিযান,
মোরা সভ্যতার দিশারী
সাহসিকতার সাথে লড়তে জানি;
মোরা জয়ের কাণ্ডারি।
বিকাশের হাত ধরে সভ্যতা পেয়েছে এক নতুন পথ
পাখিদের কুহুকুহু রবে পাওয়া যায় একটা নতুন মত।
ব্যস্ততার গ্লানি কাটিয়ে সমাজ যখন অগ্রসর;
হঠাৎ একদিন অভিযানে গিয়ে রোমাঞ্চে কাটে দিনভর।
হয়তো একদিন আকাশে ভেসে উঠবে এক বিদ্রোহের আভাস
অগ্নিস্ফুলিঙ্গের মতো তৈরী সবাই, দেব কড়া জবাব।
পরস্পরের পাশাপাশি থেকে অভিযান চালিয়ে যেতে মোরা উৎসুক
দেশের জন্য, সমাজের জন্য মোরা সর্বদাই প্রস্তুত।
স্বার্থহীনতার সাথে লড়াই করি অদম্য উৎসাহ নিয়ে
অসম্ভবকে সম্ভব করি জয়ের জোগান দিয়ে।
দিকে দিকে ছেয়ে আছে যেন গুপ্তচর,
সুন্দরের অভিযানে মোরা সর্বদাই হই তৎপর।
অপরের সুখদুঃখে সাথী মোরা,
জীবন বড় মধুর
জীবনের মূল্য যে শিখিয়েছে;
সে কেন বেজায় দূর।
মিথ্যের দুনিয়ায় বসবাস মোদের;
সত্য বেজায় জটিল,
সত্যের সন্ধানে যাই দূর গগন প্রান্তে,
জীবন বড়ই গভীর।
সরল মনের খোজে চিত্ত বড় অস্থির
মরীচিকাময় জীবনে চাঁদের দূরত্ব যেন অত্যন্ত গভীর
অন্যায়ের প্রতিফলন জীবনের দর্পণে,
অন্তর বড় হেতু
শেষ থেকে শুরু হয়েছে নতুনভাবে অভিযান চালিয়ে;
যেন সমাজ গড়ার সেতু।