বদরের সেই মহান যুদ্ধ
   হয়েছিল মক্কা দখল
কাফেরদের আয়ত্ত ছিনিয়ে নিয়ে
  হয়েছিল ইসলামের প্রথম বিজয়।
ধন্য সেই মহান নবী,
    তাঁরই নির্দেশে
ইসলামের জলসা গগনচুম্বিতে
সময়ের ভার পেরিয়ে তিনি হয়ে গেলেন-
   মহান আল্লাহর প্রিয়।
আজ আকাশে প্রিয় নবী
   যেন জ্বলজ্বল করছে
চিনিয়ে দিয়ে গেলেন তাঁর উত্তরসুরি,
আবুবকর, উমর, উসমান, আলী ছিল কাছে।
---
হযরত আবুবকর প্রথম খলিফা
  হয়ে উঠলেন প্রথম অংশীদারি
চিনিয়ে গেলেন মহান কোরআন
হল তাঁর আমলে পুস্তিকাবদ্ধ
গড়ে উঠল রাশিদুন খিলাফত
ইসলাম ছড়িয়ে পড়ল আরবপার।
---
এরপরে আসলেন হযরত উমর রাদিল্লাহু
ছন্নছাড়া আরবে এলেন এক ধ্রুবতারা
আরব জাতি হলেন সংঘবদ্ধ
তাহারি নির্দেশে তাহারই ঘোষণায়
ইসলামের কেতন ছড়িয়ে পড়ল-
সম্পূর্ণ মহাদ্বীপে।
ছিলনা তাহার সহায় সম্বল
   দিন কাটত না তার
সে যেদিক দিয়ে যেত-
সেদিক দিয়ে পার হতনা
  কোনো শয়তানের ভার।
ঈদ মানানোর পয়সা নেই
অথচ তার আদেশ ছিল অমর বাণী;
আরবের সেই কিবলাতে।
মহান উমর যেন সর্বদা পাশে রয়েছে
আরবের সেই দ্বীপবাসীর কাছে।
---
এরপরে এলেন মহান খলিফা
হযরত উসমান
আরবের জমিতে ইসলামের কেতন
তাঁর সাম্রাজ্যে ছড়িয়ে পড়ল দূরদূরান্তে
পূর্বে পারস্য থেকে খোরাসান
তারই আমলে হয়েছিল - কোরআন সংকলনের প্রথম স্থান।
ইসলামের বিজয় ছড়িয়ে তাঁহার মধ্যগগনে
তাঁহার সেই অবদান কেউ ভুলিবেনা আর।
---
সবশেষে এলেন হযরত আলী।
১১ বছর বয়সে প্রথম নিলেন ইসলামের শিক্ষা
ইসলামের আলোয়
   আলোকিত আরব
তাঁহার অবদানেই নেহাতই বেশী।
উড়ছিল ইসলামের ধ্বজা
জয়জয়কার তাহার নাম।
তাঁর হত্যাকারীরা যেন পেয়েছে-
    জাহান্নামার কেতাব।
শিয়া-সুন্নি দুই ধর্মমত
তার সময়ে হয়েছে তৈরী
হাসান হোসেনের সেই বলিদান
কারবালার সেই রক্তাক্ত ভূমি।
মহরমের সেই পবিত্র তিথি
   আলী হোসেনের নামাদেশী
শিয়া সুন্নির এই মতবিরোধী
  হয়ে গিয়েছে পরদেশী।