কোন এক দিনে
না জানা কোন ক্ষণে
দেখেছিলাম তোমায়,
শীতের হালকা কাঁপনে  
উষ্ণ লাল উলের ছোঁয়ায়
হারিয়েছিলে এ মনে...

তারপর কেটে গেছে
শত শত কাল রাত
মুঠোফোনে ভালোবাসার বহিঃপ্রকাশ
অন্তর্জালে তোমাকে দেখি বারংবার
তবু আঁশ মেটে না আমার ..  

আমি ভোরের বেলা
মিছিল নিয়ে আসি!
তোমার জানালা তলে
শুধু তোমাকে এক বার
দেখবো বলে!

আমি দুহাত তুলে
মোনাজাতে ধরি পশ্চিমে
সারা জীবন তোমাকে
পেতে চাই বলে,
সূর্য যখন লাল রক্তিমে!

পেছন ঘুরে এক বার দেখো
যখন তুমি চলে যাও আমায় ছেড়ে
শুধু একটা কথাই মনে রেখ
বাসি তোমায় ভালো
সারাটি জীবন ধরে!