নক্ষত্রের ভীড়ে আমি এক
অনন্য সাধারণ
তোমাতে খুঁজি বৃথাই
আমার হৃদয়ে আমরণ

ফিরি আমি খালি হাতে প্রতিবার
তোমার সাথে হলো না
আমার লাল নীল সংসার
কি চাও, কি খোঁজো তুমি  
বলে দাও আমার প্রতিমা?
শখের বশে সুখ ছেড়ে কেন
খুঁজে ফেরো অপবিত্র লালিমা?

নক্ষত্রের ভীড়ে আমি এক
অনন্য সাধারণ
চোখের সামনে দেখতে না পারি
তোমার চরিত্রের স্থলন

হয়তো এটাই তোমার জয়
আমার নৃশংশ পরাজয়
শত সহস্র বছরে নারীর প্রতি  
হয়েছে যে অমানবিক দমন
হয়েছ তুমি মুক্তি পেয়ে
প্রদীপের উজ্জ্বলন
চাই না আমি রুখতে তোমায়
চাই না ফেরাতে হয়ে নিরুপায়
আমি তো আশা নিয়ে দিয়ে
মোর পূর্ণহৃদয়
শত বছরের পুরুষের আচারে
আমার কিসে দায়?

নক্ষত্রের ভীড়ে আমি এক
অনন্য সাধারণ
ভালোবাসার এই শুকনো মৌসুমে  
তোমাকে ভালোবাসবো সারাক্ষন