সেদিনের সেই ধুলো মাখা
রাস্তার বাস স্টেশনে -
বসে ছিলে এক কোণে
আনমনে...
তোমাকে দেখেছি না জানি
কোন কারণে?
ফিরিয়ে নিয়ে নিজ দু'চোখ
বুঝিয়েছি নিজেকে, ওদিকে দোযখ!
ফিরে আসতে চেয়েছি,
হারাতে চাই নি হৃদয় অকারণে,
কিন্তু তোমাকে,
দেখেছি বারবার গোপনে!
মায়াতে ভ্রম, মায়া ভরা সেই দুচোখ
আসুরিক শক্তিতে টেনেছে বারবার,
ছিন্নমস্তা হয়ে কতল করেছ আমায় আনমনে
তবু ফিরতে পারিনি,
হারাতে চাই নি হৃদয় অকারণে!
কিন্তু তোমাকেই, শুধু তোমাকেই,
দেখেছি বারবার গোপনে!
অস্ফুট প্রেমের গোপন সমাধি,
রাস্তার সেই বাস স্টেশনে!