বিষ পানে আত্মহত্যা,
সিলিং ফ্যানে ফাঁস..  

প্রতিদিন একই খবর
প্রতিনিয়ত আপডেট,
মুহুর্মুহু ফ্ল্যাশ আর ব্রেকিং নিউজ,
কিছু ছবি, কিছু ফুটেজ -
কিছু হেডলাইন,
কিছু পড়ে থাকে পেছনের পাতায়,
অনাদরে, অবহেলায়!

যার যায়,
সেই বোঝে!
কেউ হারায় বাবা, ভাই, মা কিংবা বোন,
কেউ আত্মীয়, প্রতিবেশী,
বন্ধু, কিংবা প্রেমিক-প্রেমিকা
লাশ গুলো পড়ে থাকে মর্গে,
কাঁটাছেঁড়া, সুরতহাল রিপোর্টে
উঠে আসে কিভাবে খুললো মৃত্যুর দুয়ার?

অথচ আমাদের জানা প্রয়োজন
খুব প্রয়োজন
বেঁচে থাকতে কতবার মরেছে সে?
অপমানে, অভিমানে, বোবা কান্নায়
না পাওয়ার যন্ত্রনায়,
কেউ না বোঝায়,
কাউকে বুঝতে না পারায়!

থামুক তবে এবার অকালে যাত্রার এ মিছিল,
থামুক তবে অবুঝ বোবা কান্নার সব প্রহর,
একটু সহানুভূতি, অনুভব, প্রশ্রয়,
একটু আশা-ভালোবাসা,
অনুভূতিশীল, স্নেহময় ছায়া
নেমে আসুক আমাদের জীবনে
আর যেন কোন প্রাণ না হারায় এ ভুবনে
অকালে, অবহেলায়!