তোমাদের ওই শহরে
মৃত কিছু কবরে
অঞ্জলি আমি দেই না আর
এখানে ভালোবাসার
দাম যে নেই, তাই
নেই আমি কোন খবরে
ফেরারি হয়ে ঘুরছি মরে
যে দিক যায়, অদৃষ্ট যাক নিয়ে
ফিরছি না আর,
অদৃশ্য সেই কারাগারে
তোমাদের ওই শহরে
পিচঢালা পাথরে,
চাপা কান্নার কবরে
ফিরছি না
ফেলে সব মিথ্যার ফুলঝুরি
জীঘাংসার নষ্ঠ জোচ্চুরি
পুড়ে যাক, সব
ফিনিক্স হয়ে উড়বো আবার
ক্রোধের আগুনে নিষ্পাপ হবো
দ্রোহে হবে মুক্তি
ফেরারি হয়ে ঘুরছি মরে
যে দিক যায়, অদৃষ্ট যাক নিয়ে
ফিরছি না আর,
ঘর নামের অদৃশ্য সেই কারাগারে