মাঝে মাঝে কবিতার মত
ছন্দ হতে ইচ্ছা করে আমার,
অনন্ত ছন্দে ডুবে সেতার আর তানপুরা তে
সুর বেজে উঠবে আমার জীবনে
তবে তা যে হতে পারবো না,
তা জানা হয়ে গেছে আমার!
আমি কোন এক আনকোরা কবির লেখা,
ছিঁড়ে ফেলা অন্তরমিলহীন এক টুকরো কবিতা,
যেখানে-
অর্থহীন কিংবা অর্থযুক্ত কিছু শব্দের
ছন্দহীন চাষাবাদ!
মাঝে মাঝে আমার খুব
প্রেমিক হতে ইচ্ছা করে!
খর রৌদ্রের ক্লান্ত, বিষন্ন, তৃষ্ণার্ত নয়,
সুখী, প্রেমে ভরপুর এক প্রেমিক!
যার গলায় আবেগ থাকে,
ভালোবাসায় জড়ানো প্রেরণা থাকে,
চোখে অদেখা স্বর্গের, স্বপ্নের সংসারের ছবি থাকে,
মুখে প্রেমের বুলি থাকে
যে রাতভর জেগে থাকতে পারে
তার প্রেমিকার জন্যে -
বিনা ডাকে ও ছুটে যেতে পারে তেপান্তর
ক্লান্ত হীন, দ্ব্যর্থহীনভাবে!
প্রেমিকার মনের কথাটি পড়ে ফেলতে পারে
এক লহমায়,
ঠিক এমন এক প্রেমিক হতে ইচ্ছা করে আমার!
তবে তা যে হতে পারবো না,
তা জানা হয়ে গেছে আমার!
ভালোবাসার অবিনশ্বর চুম্বন ছোঁয় নি
এ ললাট,
অন্ধকারে আলোর প্রস্ফুটন হয় নি কখনো
আমি চেয়েছিলাম প্রেমের দিশা,
রাঙাতে চেয়েছিলাম রংধনু ওই আকাশ জুড়ে
ছুঁয়ে তোমার গোলাপী অধর,
পাওয়া হয়নি কিছুই,
ভালোবাসার কটাক্ষ, তিরস্কার ছাড়া!