আমার খোঁজা সেই তুমি এই তুমি নও,
যাকে দেখেছি ভোর বেলায়
তারার আলো হয়ে ওই দূর আকাশে
কুয়াশা ঝরে ঠান্ডা মৃদু বাতাসে
মিশে থেকেছে যে আমার প্রতিটি নিঃশ্বাসে  
কিংবা গ্রীষ্মের কালবৈশেখীর ঝড়ো হাওয়ায়
ভিজেছি তোমার বৃষ্টির ছোঁয়ায়
বসে ঘরের দাওয়ায়
বদলেছো রূপ পলকে পলকে
কখনও বসন্ত বাতাসে
কখনও তুফান বিভীষিকা ত্রাসে
আমার খোঁজা সেই তুমি এই তুমি নও,
আমার প্রেমিকা তুমি নও
কেবলই দেবী
কেবলই ঈশ্বরী!