ফুলের অভিশাপ
বসন্তের ঝরা পাতার দিনে
এক টুকরো সুতোয়
বেঁধেছিলাম কিছু লাল গোলাপ!
কিন্তু বিশ্বাস করো,
গোলাপ গুলো শুরুতে একদম সাদা ছিল!
প্রথমে যখন ওদের হাতে নিলাম,
যন্ত্রণায় কুঁকড়িয়ে উঠলো ওরা -
ক্ষমা চেয়ে নিলাম ওদের কাছে,
বললাম, আমার প্রেয়সীর কাছে
নিয়ে যাবো গো তোমাদের!
সদ্য প্রস্ফুটিত নিষ্পাপ সফেদ গোলাপে
প্রেয়সীর ছবি অঙ্কিত হবে প্রতিটি পাঁপড়িতে!
প্রতিটি পাঁপড়িতে-পাঁপড়িতে লেখা থাকবে
প্রেমের আহ্বান,
ভালোবাসার টান!
অথচ দেখ,
কি অবলীলায়, উপেক্ষায়,
তুমি ফেলে দিলে
প্রেমের স্তবক-খানি!
পিছনে মুছে গেল
শত-সহস্র স্মৃতির পাতা
ঠিক সাদা কাগজের ন্যায় -
যেন কোন দিন, কোন কিছুই
আমার ছিল না!
স্বার্থের বেড়াজালে আবদ্ধ -
এ সমাজে অবরুদ্ধ
তোমার হৃদয়,
ভবিষ্যৎটা ঠিক সুখের-স্বাচ্ছন্দ্যের
ঠাওর করে পাও নি বোধ করি…
আড়ালে আবডালে লুকোচুরি করে
মিথ্যে প্রেমের প্রতিশ্রুতি পেড়ে,
অত সহজেই ছেড়ে যেতে আমি পারি নাই
এ দায়-ব্যর্থতা তো আমারই প্রিয়!
হাতের সফেদ গোলাপ তাই
কাঁটার আঘাতে হল রক্ত লাল
বেদনার কবিতার সুর,
বোধ করি ওদেরকেও ছুঁয়ে গেল -
নাকি নিজ ভালোবাসাকে পাবো বলে,
বৃন্ত থেকে ওদের কে ছিঁড়ে আনার শাপে
পুড়ছি আমি?
ফুলের অভিশাপে দগ্ধ এ জীবন আমার,
ফুলের আঘাতেই মূর্ছা যাই প্রতিটি দিন,
প্রতিটি ক্ষণ...
সময় দেবতা ক্রনাসের পায়ে তাই
অর্পণ করছি আমার রক্তিম গোলাপে গাঁথা মালা
তাঁরই পদ-ছোঁয়ায় হয় যেন মোর স্মৃতি বিভ্রম
সময়ের কাঁটা ঘুরিয়ে,
সব কষ্ট-বেদনা ভুলে
যেন হয়ে উঠি প্রেম শক্তিতে ভরপুর
এক নতুন মানুষ!