গিন্নি আছেন বাইরে
এই সুযোগ আর কবে পাইরে!
রান্না করে দেখিয়ে দেবো
আমার মত শেফ আর নাইরে!
সময় খুব স্বল্প,
জ্ঞানও আমার অল্প!
নুডুলস ছাড়া মিলবে না
আর অন্য কোন অন্ন!
মিনিটে ২ এর মামলা
খাটবো কেন কামলা?
রান্না করেই খালাস আমি
খাবো দুজন ভরে গামলা!
তবে কাটো এবার পিয়াজ
ওরে বাপরে সে কি ঝাঁজ!
চোখে আসে পানি,
এ কেমন হয়রানি,
কানতে কানতে কাটলো শেষে
শখের আঙ্গুল খানি!
এবার ফুটাও শুধু নুডলস
ভাজো সাথে ডিম,
নচ্ছার তেল ছিটকে পড়ে
তা-ধিন, তা-ধিন!
ভাজা শেষে দেখি,
ওমা একি একি!
শখের নুডুলস সিদ্ধ হয়ে
গেছে একদম ভর্তা হয়ে।
দুঃখের চোটে হেসে,
চুলায় দিলাম শেষে।
তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে
তৈরি নুডুলসের ঝাল ভর্তা!
বাসায় এসে গিন্নি
কি করেছ বল এক্ষুনি!
সব দেখেশুনে শেষে,
গিন্নি মরেন হেসে!
দুজন মিলে ভর্তা নুডুলস
খাচ্ছি ভালোবেসে!