বৃষ্টির মাঝে পড়ন্ত এক বিকেলে
সীমিত আলোয়,
রক্তিম প্রায় সূর্যটাকে পিছনে ফেলে
ঘুরে সরে দাঁড়িয়ে
চলমান গাড়িটা থেকে
দেখলাম, তুমি এসেছ।
খুব সাধারণ কিছু কথা
বাকি সময়টাকে নির্বাক,
আধো চাহনি,
আংগুলটুকু ছোঁয়ার চেষ্টা,
কিংবা হয়তো কথাচ্ছলে
তোমার দিকে তাকানো,
সময়গুলো যেন কেমন করে
পার হয়ে যায়..
আবার আমাদের চলতে থাকা,
ঢাকা শহরের আদি ও অকৃত্রিম
কাঁদা মাখা, ভাঙ্গাচোরা, জ্যান্ত রাজপথে
গলি, ঘুপচি, আর নাগরিক সোসাইটির
রাস্তা গুলো ফেলে পার হয়ে যাই
অনন্ত সময়ের পথে আমরা
এই তো আমাদের দিনলিপি...
এমন সাধারণ কিছু গল্পের
অসাধারণ প্রেম-ময় আকার প্রায়
প্রতিদিন পায়,
প্রতি বেলাতে, প্রতিমুহূর্তে...
ভালোবাসার এ অবুঝ বন্ধন,
অবুঝ মনে কেবলই অবচেতন,
আমার প্রার্থনায়, কল্পনায়,
কেবলই একজন, তুমি!