দুঃস্বপ্নের পৃথিবী
হচ্ছে আরো কঠিন,
দেশবাসী আজ নিয়ম করে
হচ্ছে আরও বে-দ্বীন!
তুমিও আজ ছুড়ে ফেল
পুরনো যত নিয়ম
উচ্ছন্নে গেছে সমাজ আজ
আঁকড়ে ধরে অনিয়ম!
আর কত কাল দেখতে হবে
সমাজের অবক্ষয়?
কবে জাগবে বোধ?
কবে জাগবে ক্রোধ?
অন্যায় সব ছিঁড়ে না ফেলে
আর কত পালাবে সুবোধ?
তবে জাগো আজ কাণ্ডারী
নিয়ে মনে প্রত্যয়,
মা মাটি আজ সংকটে
তোমার কিসের ভয়?
সাথে রয়েছে নিপ্রিত জনতা
সীমাহীন মনোবল,
ভেঙ্গে চুরে ফেল যত
জমে থাকা জঞ্জাল!