আমি তো কোন ঋষি নই প্রিয়!
কিংবা কোন অসুর!
যে স্রষ্টার পদ চরণে তপস্যা করে যাবে,
চাই আমার দশটি বর!
আর তার ধ্যান ভাঙ্গানোর চেষ্টা করে যাবে
কখনও উর্বশী, কখনও মেনকা!

উদ্দেশ্যহীন এ পৃথিবীতে,
আবার হতেও পারি কোন ঋষি -
শত বছরের তপস্যারত অগস্ত্যা
হয়ত একদিন ভাঙবে এ তপস্যা,
লোকে বলবে,
তুমি-তো স্বর্গ হতে চির বিচ্যুত আজ,
স্বর্গের অমিয় সুধা আর পান করা
হল না আমার!

কিন্তু ঠিক তখন,
জাগতিক সুখে, মেনকার বিভাজনে,
বিভাজিত হয়ে...
আমি সুখী হব,
স্বর্গ বিচ্যুত হলেও
মর্ত সুখে, কামনা লালসায়
আমি সুখ খুজে নেব!

তুমি ভাবছো, এ কেমন আমার ভালোবাসা?
তোমার তরে অপেক্ষা না করেই,
পান করলাম অমিয় সুধা?

কি করি বল?

আমি তো রক্ত মাংসের মানুষ মাত্র,
মাংসের ভাঁজে ভাঁজে কামড় দিতে
শিখেছি ছোট বেলাতেই,
যখন পাশের বাসার মালবিকাদি
ঘরে ডেকে বলেছিল, খা...
তখন সব কিছু ভুলে,
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ছিলাম ওঁকে
সমাজের ভাঁজে ভাঁজে চলে,
অসামাজিক মাংসের দারুণ ভোজন!

কিন্তু আমাকে তুমি ভুল বুঝনা,
আমি তো কোন ঋষি নই প্রিয়,
আর তুমিওতো সীতা হতে পারলে কই?
যেদিন তুমি প্রিয় থেকে প্রিয়া,
কিংবা প্রিয়তমা হতে পারবে,
যেদিন তুমি ভবিষ্যতের অঙ্কে,
কড়ির ঝনঝনানিতে আসক্ত না থেকে
সত্যিকারের ভালবাসা নিতে শিখবে...
আমি সেদিন থেকে তোমার রাম প্রিয়!
নইলে এ কৃষ্ণের, আর কোন দিন
তোমার রাম হওয়া আর হবে না!