ধর এই শহরে আমি নেই,
আমি নেই
রাস্তায়, ফুটপাথে, অলিতে গলিতে..
কোথাও নেই!
চায়ের দোকানে বসে নেই,
সিগারেট হাতে
চায়ের কাপে আজ চুমুক দেয়
অন্য কেউ তোমার সাথে
রিকশায় হুড তুলে চলে যাও,
যাওয়ার সময় পিছু ফিরে না তাকাও,
মন খারাপের কারণ আমি নই,
তবুও কি কোন এক সন্ধ্যা বেলা
পড়বে মনে আমায়?
লোডশেডিং এ মোমের আলোয়
ঘরের কোণে একাকি বসে আনমনে
খেলবে কি সেই আগের মত
হাত দিয়ে ছায়াবাজি,
যেন ধরছ আমার হাত?
কোথাও নেই, কোথাও নেই
আজ আমি কোথাও নেই..
ছিঁড়ে ফেলে মায়ার বন্ধন
ভালোবাসা-মন্দবাসা
সব প্রয়োজন,
তোমার ব্যস্ততা আজ অন্য কারো
মান অভিমান, অশ্রু, হাসিও আমার নয়
ভালোবাসা আজ নেই কোথাও,
অনন্ত: আমার জন্যে নয়!