কপোল জোড়া রাধাচূড়ার ছটা,
গোলাপ রঙে রাঙা অধর-দুটি,
ললাট’পরে রাঙা সিঁথির সিঁদুর,
মুক্ত কবরী স্কন্ধে পরে লুটি।
শ্বেত চন্দন ভুরুযুগল মাঝে,
নয়নতারা অঞ্জন সাজে চায়;
গ্রীবায় জড়িয়ে কনক ভূষণ দুটি,
ঝুমকোলতা কানের লতিকা বায়।
আকাশ রঙে বক্ষ রয়েছে ঢাকা,
চিকন জরির বাহার তার উপরে,
দীর্ঘ অতি স্বর্ণ হারটি যেন
লক্ষনরেখা কোমল হৃদয় ঘিরে।
রূপ-লাবণ্যে, স্মিত হাস্যে ভরা
স্নিগ্ধ চাহনী মুখ খানি হতে ঝরে,
তাই, মুগ্ধ কবির দৃষ্টি করে সৃষ্টি
রূপের উপমা শব্দবন্ধে গড়ে॥
===================
সিতু
সোমবার, 16 মার্চ 2015, 2.51 পুর্বাহ্ন