অবিরত বৃষ্টি ধারার মত
অবিশ্রান্ত স্বপ্নবারি যত,
আকাশ ভেঙে পড়ছে ঝরে ভূমে
অপলক দুটি নয়ন চুমে চুমে ;
স্বপ্নে আমার তুমি, শুধু তুমি
অধরসুধা পেয়েছি আজ চুমি,
পেয়েছি আজ অজানা পথের দিশা
কাটলো বুঝি না-পাওয়ার অমানিশা ;
ললিত রাগের সুরের দোলায় চেপে
এল বুঝি নব বসন্ত-দিন,
যুগল তনু বসন্তে বিগলিত
যুগল বক্ষে বসন্ত সীমাহীন।
=================
সিতু
সোমবার, 04 আগস্ট 2014, 2.21 পুর্বাহ্ন