আমি মানুষ তাই আমার মধ্য বিরাজ করে মনুষ্যত্ব ও পশুত্ব।।
যখন আমার মধ্য বিরাজ করে মনুষ্যত্ব।
তখন আমি নিজেকে বিলিয়ে দেই.....
তখন কার দু:খ দেখলে বুকের ভেতরটা কেমন জানি চিনচিন করে।
তখন আমি তার পাশে থাকতে চাই ছায়ার মত করে।
তখন তাকে ভালবাসা দিতে যাতে সে সব ভুলে একটু হেসে উঠে বলে আমি তো ভালই আছি।।
আর তখন আমাকে দেখে অন্যরা বলে কি কোমল হৃদয়ের মানুষ ঐ লোকটা।
কিন্তু সেই আমার ভিতরেই যখন বিরাজ করে পশুত্ব?
তখন আমি ভুলে যাই আমি কাউকে ভালবাসতে পারি।
আমার দেয়া আঘাতে কার জীবন নামের একটা সুন্দর প্রদ্বীপ নিভে যেতে পারে।
আমার কারনেই কেউ কেউ জীবনের অর্থ হারিয়ে ফেলতে পারে।
আমি যখন হিংস্র থাবা দেই তখন কোন বিবেচনাই করি কি হতে পারে এর পরিনতি।
আমি মানুষ তাই আমার মধ্যে বিরাজ করে মনুষ্যত্ব ও পশুত্ব।।