সব রোদটুকু মরে গেলে,
সব মানুষ, মুখোশের সাথে আলাপ সেরে,
নিজের ছায়া বাড়ির পথ আটকে দাঁড়ায়।
বলে নিজের সাথে আলাপ হলো?
ভেঙে চুরমার হয় দেওয়াল, আয়না;
তবুও আতশ কাঁচের নীচে পোড়া বাকি।
নিজেকে চেনা আজও বাকি।

   কাঁধের নীচে কালসিটে জন্মদাগে
ওরা যারা তোমায় চিনতে এলো,
ওটাই তোমার পরিচয় ছিল?
কিছু পরিচয় আজও তৈরী বাকি।
নিজেকে চেনা আজও বাকি।

   সব মৃত্যুদন্ডে দেখি যুক্তি খুঁজে,
কত অভিযোগে রোজ দোষী পোড়াই।
তবুও মাটির গায়ে কান পেতে,
নিজের জানাজার গান শোনা বাকি।
নিজেকে চেনা আজও বাকি।

   ভুল জুড়ে, রোজ ভুল বাড়ে।
তবু নিজেকে আজও ভাঙতে বাকি।
সব ভালোর পৃথিবীতে,
ভালো থাকা আজও আছে বাকি।
নিজেকে চেনা আজও বাকি।