দেওয়াল, প্রাচীর, সীমানার অঙ্কে
মৃতদেহ চাই বলো আর কটা?
বারুদের পৃথিবীতে নিথর নিরপরাধ,
রক্ত মেখেই রোজ রংচটা।
কয়েকশো টন মাটিই নিয়ে গেল শুধু,
বুক ভরে ওরা শেষ বিদায়ে;
কবর দিয়ে কেন মানচিত্র আঁকো?
মানচিত্র মুছো মুঠো ছাই এ?
আর কত দুঃস্বপ্নে কেঁদে ওঠা ঘুম,
জীবন উপড়ে ক্ষমতার শাপে?
ক্ষেত্রফলের খিদেয় বলো রোজ কটা,
মৃত্যুসংবাদ তোমার ক্ষতি মাপে?
স্বজন হারার আর্তনাদ লুকোতে,
কামানের কান্না আর কত?
ভেঙে পড়া পাথর, পৃথিবীর নীচে,
পচে গেল কত মাংসের ক্ষত?
মহামারী ওদের মেলাতে পারেনি,
অপমৃত্যুতে তুমিও চোখ ঢাকো।
আমায় পৃথিবী সর্বভুক ডাকে;
দেবতা কি নয় মানুষ খেকো?
মৃত্যুই ওদের বয়ে নিয়ে গেলো,
আগুন পাহারায় কত পুড়লো যীশু?
'লাশ লাগলে প্রাচীর কেন?' বলে
ক্ষণজন্মা কোনো প্যালেস্টাইন শিশু।।
বলো ক্ষণজন্মা কেন প্যালেস্টাইন শিশু?