গ ল্প ব দ ল


ওই তো আবার বৃষ্টি হলে,
আতর খোঁজো মাটি চিরে;
সে টালিতে অভাবের ঢিল,
ঝাপটা জলে প্রতিমা জ্বরে।

তোমার বাড়ি অতিথি দুজন,
আরও দুটো পদ পরিপাটি;
সে ছেলেটা ঘরে ফেরে না,
খিদে পেলেই চাবুক লাঠি।

বস্তি সেথায় পুড়লো দুদিন,
ছাই দেখেছে মৃত্যু কেমন;
তোমার তখন চতুর্থ প্রেম,
বৃথাই নাকি ব্যর্থ জীবন।

খুঁটে খেতে যায় দুষ্টু শালিক,
পালক ঝরায় ইঁটের দেশে;
তোমার ছাদে আরেকটা খাঁচা,
আকাশ কিনো দু দশ বিশে।

তুমিও তো তবু মানতে বলো!
পাখির আবার মালিক কোথায়?
খিদের কেনো মালিক মজুর?
কেনো ফাঁসের দড়ি মুক্তির খোঁজায়?

গল্প গুলো এভাবেই বাড়ে,
গদি বেচে দাও বর্গি ডেকে;
ওদের জন্য অভাব থাকুক,
যারা তোমার গল্প লেখে।

তবুও মানি দেখবো সে ভোর,
আমার জন্য আমরা সবাই;
নটে গাছটি ভাঙার আগেই,
বদলের গল্প নতুন পাতায়।।