এরপর হেরে গেলে আর আফসোস হয় না
সব রোগের আর ওষুধ লাগে না
শুকোতে দেওয়া অভিমানে রোদ লাগে না
হটাৎ আর কোথাও ফেরার তাড়া থাকে না
এরপর ছেঁড়া চিঠির ঠিকানা ভুলে যাওয়া
ভাঙ্গা ভাঙ্গা গল্পের শেষে কিছুই না ভাঙ্গা
এরপর পথের শেষে গন্তব্য থাকে না
কফিন সেজে দাড়িয়ে থাকে ঠিকানা
এরপর আর কই তেমন ভয় করে না
এরপর বয়সের ছায়ায় বুড়িয়ে যাওয়া
ঢেউয়ের নীচে মুছে যাওয়া যোগ চিহ্ন
দুটো মানুষ, কতো পাশে, কতো দূরের
তবুও যেনো এই তো শুরু
আর কতো হোঁচট এর নাম দেবো?
"নাদের আলী; আমি
……..আর কতো বড়ো হবো?"